• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপহৃত ৫ ভারতীয়কে ফিরিয়ে দিয়েছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:১১
অপহৃত ৫ ভারতীয়কে ফিরিয়ে দিয়েছে চীন
অপহৃত ৫ ভারতীয়কে ফিরিয়ে দিয়েছে চীন (ছবি : সংগৃহীত)

অরুণাচল প্রদেশ থেকে অপহৃত ৫ যুবককে ভারতে কাছে হস্তান্তর করেছে চীনের সেনাবাহিনী। ভারতের সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীন নিজেদের ভূখণ্ড থেকেই ওই পাঁচ যুবককে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ।

এর আগে শুক্রবার ভারতে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু একটি টুইট বার্তায় বলেন, চীনা সেনারা জানিয়েছে, তারা ওই পাঁচজনকে ফিরিয়ে দেবে। ভারতীয় সেনাকে এই খবর জানানো হয়েছে। আগামীকাল, ১২ সেপ্টেম্বর যে কোনও সময় এই হস্তান্তর হতে পারে।

গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল ভারতের অরুণাচল প্রদেশের ওই পাঁচ যুবক। অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে মোট সাত জন যুবককে চীনা সেনা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে দুই জন কোনো পালিয়ে আসেন। অবশেষে গত ৮ সেপ্টেম্বর ওই পাঁচজন যে তাদের কাছেই আছে, তা স্বীকার করে নেয় চীন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড