• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যারিবীয় অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৮
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি (ছবি : সংগৃহীত)

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৮০ লাখ ছাড়িয়ে গেছে।

এ অঞ্চলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ানোর কয়েকদিন পর আক্রান্ত ৮০ লাখ ছাড়ালো। এসব দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরি করা এএফপির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৮০ লাখ ৩৫ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে। এদিকে সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৮০ লাখ ২ হাজারে দাঁড়িয়েছে।

এ অঞ্চলের অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। এ দু’টি দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ লাখ ৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে।

ল্যাটিন আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে কোভিড-১৯-এ ৪২ লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত এবং এ ভাইরাসে ১ লাখ ২৯ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা পেরুতে ৭ লাখ ২ হাজার ৭৭৬ জন আক্রান্ত এবং ৩০ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ অঞ্চলে মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা মেক্সিকোতে কোভিড-১৯-এ ৬৯ হাজার ৯৫ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৪৭ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড