• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসামিদের ২,৭৬৮ বছরের কারাদণ্ড দিয়ে দৃষ্টান্ত গড়ল তুর্কি আদালত

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯
আসামিদের ২,৭৬৮ বছরের কারাদণ্ড দিয়ে দৃষ্টান্ত গড়ল তুর্কি আদালত
রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে পাঠানো হচ্ছে (ছবি : আনাদোলু এজেন্সি)

ইউরোপের দেশ তুরস্কের একটি নাইটক্লাবে ভয়াবহ হামলার ঘটনায় দুইজন সন্ত্রাসীকে মোট দুই হাজার ৭৬৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) আদালত এই রায় ঘোষণা করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলায় ৩৯ জনকে হত্যার ঘটনায় আদালত আব্দুল কাদির মাশারিপভকে যাবজ্জীবন দণ্ড দেন। তাছাড়া ৭৯ জনকে হত্যাচেষ্টা ও লাইসেন্স ছাড়া অস্ত্র বহনের দায়ে তাকে ১৩৬৮ বছরের দণ্ড দেওয়া হয়।

এ সময় একই আদালত ইলিয়াস মাশারিপভকে অস্ত্র নিয়ে হামলা চালানোর পরিকল্পনায় সহায়তার জন্য ১৪০০ বছরের দণ্ড প্রদান করেন। আদালত সব মিলিয়ে সন্ত্রাসবাদী ওই কর্মকাণ্ডের জন্য ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন। খালাস দেওয়া হয়েছে ১১ জনকে।

আরও পড়ুন : বিশ্বাসঘাতকদের শাস্তির হুঁশিয়ারি রুহানি-এরদোগানের

২০১৭ সালে ইংরেজি নববর্ষ উপলক্ষে ইস্তাম্বুলের রিনা নাইটক্লাবে জড়ো হওয়া মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। যদিও পরবর্তীকালে ভয়াবহ সেই হামলায় দায় স্বীকার করে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড