• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে মন্ত্র দিল সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৩
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে মন্ত্র দিল সৌদি
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : খালিজ টাইমস)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আরব পিস ইনিশিয়েটিভ নিয়ে আলাপ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সময় তিনি ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী ও সুষ্ঠু সমাধান চেয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির বরাতে খবরটি জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের আকাশপথ ইসরায়েলকে ব্যবহারের অনুমতি দেওয়ায় রবিবার (৬ সেপ্টেম্বর) বাদশাহর সঙ্গে টেলিফোনে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০০২ সালে সৌদি আরব মধ্যপ্রাচ্যে আরব পিস ইনিশিয়েটিভের প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং ১৯৬৭ সালের যুদ্ধে দখলীকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের দখলদারিত্ব পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে দেশটির সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেয় রিয়াদ।

সৌদি প্রেস এজেন্সি বলছে, ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে ফিলিস্তিনি স্বার্থের স্থায়ী ও সুষ্ঠু সমাধানে পৌঁছাতে এবং শান্তি ফিরিয়ে আনার উদ্যোগে সৌদি আরবের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদশাহ সালমান।

আরও পড়ুন : উত্তর সাইপ্রাসে সামরিক মহড়া শুরু তুরস্কের

এছাড়া দুই নেতার সঙ্গে জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা হয়।

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিয়মিত সরাসরি বিমান চলাচল শুরুর ঘোষণা দেন। মূলত তার এই ঘোষণার পর ইসরায়েল-আমিরাতের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় মুসলিম রাষ্ট্র সৌদি আরব।

আরও পড়ুন : তবে কি সীমান্তে যুদ্ধের ঘণ্টা বাজিয়েছে চীন-ভারতীয় সেনারা?

হোয়াইট হাউসের এক বিবৃতিতে সৌদি বাদশাহর সঙ্গে ট্রাম্পের টেলিফোনে আলাপের বিষয়টি জানানো হয়। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প আমিরাত ও ইসরায়েলের বিমানের জন্য সৌদি আরবের আকাশপথ খুলে দেওয়ায় বাদশাহর প্রশংসা করেন।

আরও পড়ুন : জেরুজালেমে দূতাবাস স্থানান্তরকারীদের ভয়ঙ্কর হুঁশিয়ারি ফিলিস্তিনের

বাদশাহ সালমান ফিলিস্তিন ইস্যু সুষ্ঠু সমাধানে সৌদি আরব বদ্ধপরিকর বলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড