• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের সীমান্তে মুখোমুখি আর্মেনিয়া-আজারবাইজানের সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪০
ফের সীমান্তে মুখোমুখি আর্মেনিয়া-আজারবাইজানের সেনারা
সীমান্তে সামরিক অভিযান চলছে (ছবি : রয়টার্স)

বিদ্যমান উত্তেজনাকে বাড়িয়ে দিয়ে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। তবে এবারের লড়াইয়ের ইস্যু নগর্নো কারাবাখ ছিটমহল নয়। ছিটমহলটি নিয়ে সাবেক এই দুই সোভিয়েত প্রজাতন্ত্রের সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে।

জুলাই মাসের ১২ থেকে ১৬ তারিখ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে খণ্ড যুদ্ধ হয় তাতে উভয় পক্ষের ১৬ জন নিহত হয়। নিহতদের ১২ জন আজারবাইজানের, ৪ জন আর্মেনিয়ার সৈন্য। জনা কয়েক আহত হয়েছে। নিহতদের একজন আজারবাইজানের মেজর জেনারেল পর্যায়ের সেনা কর্মকর্তা।

সোভিয়েত ইউনিয়ন পতনের পর দুদেশের সম্পর্ক যে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সর্বশেষ সংঘর্ষের ঘটনা তারই প্রমাণ। এবার নগর্নো কারবাখ নিয়ে এই লড়াই হয়নি। দুই দেশ ইতিপূর্বে বিষয়টি নিয়ে সময় সময় সংঘর্ষে লিপ্ত হয়েছে।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে মাঠে নামছে ইসরায়েল-আমিরাত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

গত মাসে ঘটনাটি উত্তরে জর্জিয়া সীমান্তের কাছে ঘটে। সেখানে উভয় দেশেরই প্রচুর বেসামরিক স্থাপনা রয়েছে। ঘটনার পর দুই দেশ ঐ এলাকায় নজরদারি বাড়াতে ড্রোন মোতায়েন করেছে। এবারের সংঘাতের উল্লেখযোগ্য দিক আজারবাইজানের রাজধানী বাকুতে সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীরা লড়াইয়ে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর প্রতি সংহতি প্রকাশ করে সরকারের পরিকল্পনাহীনতার সমালোচনা করে।

আরও পড়ুন : উইঘুরে মুসলিম নির্যাতনের রোমহর্ষক তথ্য ফাঁস

উল্লেখ করা যেতে পারে যে, এই জন অসন্তোষের জেরেই দেশটির প্রথম দুই প্রেসিডেন্ট ৯০-এর দশকের গোঁড়ার দিকে পদত্যাগে বাধ্য হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড