• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল সিরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬
ইসরায়েলের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল সিরিয়া
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটির ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ২৩ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় আল-তানফ এলাকা থেকে টি-ফোর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলিদের অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে সক্ষম হয়। যদিও এতে শুধুমাত্র কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এর দুই দিন আগে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ভয়ঙ্কর সেই হামলায় দুই সেনা নিহত এবং সাতজন আহত হন। গত সোমবারের (৩১ আগস্ট) সেই হামলা অধিকৃত গোলান মালভূমি থেকে পরিচালনা করে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন : কাশ্মীরে ভারতীয় সেনাকে বোমা মেরে উড়িয়ে দিল পাকিস্তান

২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের সহিংসতা মোকাবিলা করে আসছে। সিরিয় সরকার বলছে, এসব উগ্র তাকাফিরি সন্ত্রাসীদেরকে আমেরিকা এবং ইসরায়েল সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

আরও পড়ুন : লাদাখে মুখোমুখি চীন-ভারতের ট্যাংকবাহিনী, যে কোনো সময় আক্রমণ

এখন তাদের পতন ঠেকাতে ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনী এবং সামরিক স্থাপনার ওপর মাঝেমধ্যে হামলা চালিয়ে সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড