• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের কাছে সব সময় অপমানিত হয়েছে আমেরিকা

  আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট ২০২০, ১২:২৫
ইরানের কাছে সব সময় অপমানিত হয়েছে আমেরিকা
ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যে কোনো বিষয় নিয়ে সব সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে অপমানিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে দাবি তেহরানের। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ নিজ দেশের বিরুদ্ধে আমেরিকার ধ্বংসাত্মক তৎপরতার কথা উল্লেখ করে বলেছেনে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হতে হয়েছে। ১৯৫৩ সালের ১৮ আগস্ট ইরানে বিদেশি চক্রান্তে সংঘটিত অভ্যুত্থানের বার্ষিকীতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে দেওয়া পোস্টে জারিফ লিখেছেন, ৬৭ বছর আগের এই দিন আমেরিকা ও ব্রিটেন এক অভ্যুত্থানের মাধ্যমে ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেদিন ইঙ্গো-মার্কিন গোষ্ঠী ইরানি জনগণের সম্মানজনকভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল।

জারিফ আরও বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমেরিকা আবার তার পুরনো নীতিতে ফিরে যায়। কিন্তু তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় ইরানি জনগণের কাছে অপমানিত হয়েছে।

আরও পড়ুন : হামাসকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে গাজায় গোলাবর্ষণ অব্যাহত ইসরায়েলের

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই ব্যর্থ নীতি পরিবর্তনের সময় কি আসেনি?

আরও পড়ুন : চুক্তির পরও আমিরাতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে না ইসরায়েল

১৯৫৩ সালে ইঙ্গো-মার্কিন মদদে সংঘটিত অভ্যুত্থানে ইরানের তৎকালীন নির্বাচিত মোসাদ্দেক সরকারের পতন ঘটে। সম্প্রতি ওই অভ্যুত্থানে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন কোনো কোনো মার্কিন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড