• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৪৫ অভিবাসীর প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট ২০২০, ১২:০২
লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৪৫ অভিবাসীর প্রাণহানি
লিবিয়া উপকূলে ডুবে যাচ্ছে অভিবাসীদের বহনকারী নৌকা। (ছবি : দ্য মিরর)

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া উপকূলে নৌকাডুবে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসন প্রত্যাশী এবং শরণার্থীর প্রাণহানি ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এসব তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাডুবিতে নিহতরা সকলেই লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিস্ফোরিত হয়। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান। স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন : চুক্তির পরও আমিরাতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে না ইসরায়েল

ভয়াবহ ও প্রাণঘাতী ওই দুর্ঘটনার পর বুধবার যৌথ বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এমন তথ্য দিয়ে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি বলছে ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও অনেকের প্রাণহানি ঘটবে।

আরও পড়ুন : চীন-পাকিস্তানকে ফাঁকি দিতে সীমান্তে বিকল্প সড়ক বানাচ্ছে ভারত!

যৌথ বিবৃতিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা দুটি জানিয়েছে গত সোমবারের (১৭ আগস্ট) ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ এবং ঘানার বাসিন্দা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড