• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ চীন সাগরে বিধ্বংসী সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের, উদ্বিগ্ন বেইজিং

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট ২০২০, ০৮:৩৩
দক্ষিণ চীন সাগরে বিধ্বংসী সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের, উদ্বিগ্ন বেইজিং
দক্ষিণ চীন সাগরে বিধ্বংসী সামরিক মহড়া চালাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ (ছবি : সাউথ চায়না মর্নিং পোস্ট)

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে ভয়াবহ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ। শনিবার (১৫ আগস্ট) মার্কিন নৌবাহিনী বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

সেখানে জানানো হয়, ইউএসএস রোনাল্ড রিগ্যান ফ্লাইট অপারেশন ও উচ্চ প্রযুক্তির সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখার মহড়া সম্পন্ন করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলতে থাকার মধ্যেই বিতর্কিত সমুদ্র সীমানায় মহড়া চালাল মার্কিন যুদ্ধ জাহাজ। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে চীনের ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, মহামারি ব্যবহার করে বেইজিং দক্ষিণ চীন সমুদ্রসহ বিভিন্ন স্থানে নিজেদের আঞ্চলিক দাবি প্রতিষ্ঠিত করতে চাইছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই দক্ষিণ চীন সমুদ্রে চীনের দাবির বিরোধিতা করে আসছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্র এলাকায় নিয়মিতভাবে যুদ্ধ জাহাজ পাঠিয়ে থাকে ওয়াশিংটন।

আরও পড়ুন : ইসরায়েল-আমিরাতকে বানের জলে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

গত শুক্রবারের (১৪ আগস্ট) মহড়া প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর কমান্ডার জোসুয়া ফাগান বলেন, যৌথ বাহিনীর কার্যকারিতা ও ধ্বংসক্ষমতা নিশ্চিত করতে এবং ইন্দো-প্যাসিফিক উন্মুক্ত ও সচল রাখতে সহযোগীদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে চুক্তি করে ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারল আমিরাত

যদিও যুক্তরাষ্ট্রের এই মহড়ার বিরোধিতা করেছে এশিয়ার পরাশক্তি চীন। বেইজিং বলছে, দক্ষিণ চীন সাগরে চীনা দাবির বিরোধিতা করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াচ্ছে আর স্থিতিশীলতাকে হেয় করছে।

আরও পড়ুন : বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল

দক্ষিণ চীন সমুদ্রের দশভাগের মধ্যে নয়ভাগেরই দাবি করে থাকে চীন। এই অঞ্চল দিয়ে প্রতিবছর প্রায় তিনর লাখ কোটি টাকার বাণিজ্য হয়। তবে চীনের পাশাপাশি অঞ্চলটির কর্তৃত্ব দাবি করে থাকে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড