• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচিতে সিন্ধিদের প্রতিবাদ

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট ২০২০, ১৪:১৪
পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচিপাকিস্তানের সামনে বিশাল প্রতিবাদ
পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচিপাকিস্তানের সামনে বিশাল প্রতিবাদ

পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচিপাকিস্তানের সামনে বিশাল প্রতিবাদ সামাবেশ করেছেন নিপীড়িত সিন্ধি জনগণ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, গুম হয়ে যাওয়া সিন্ধি জনগণদের ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার (১৪ আগস্ট) এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে দ্য ভয়েস ফর সিন্ধি মিসিং পার্সন নামের একটি সংগঠন। এদের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংস্থাও এই বিক্ষোভে অংশ নেন।

সমাবেশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আত্মীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। প্রতিবাদ সমাবেশের অংশ নেওয়া কয়েকজন শিশুদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা বাবা কোথায়। আমার বাবাকে মুক্তি দিতে হবে। সুনহি জোয়ো নামের এক নারী বলেন, তাদের উচিৎ আমাকে আমার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া। সে যদি অপরাধী হয় তাহলে তাকে আদালতে হাজির করা হোক।

পরে একটি মিছিল করাচির গভর্ণর হাউজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সকল গুম হয়ে যাওয়া সিন্ধি রাজনীতিবিদ এবং জনগণকে মুক্তি দেওয়ার দাবিতে একটি স্মারকলিপি পাকিস্তান সরকারের উদ্দেশে পেশ করা হয়।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড