• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালিবান বন্দিদের মুক্তি দিতে চায় আফগান পার্লামেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২০, ০৮:২৬
তালিবান বন্দিদের মুক্তি দিতে চায় আফগান পার্লামেন্ট
আফগান বাহিনীর হাতে বন্দি তালিবান সদস্যরা (ছবি : রয়টার্স)

দ্রুত ৪০০ তালিবান বন্দিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে আফগানিস্তানের পার্লামেন্ট লয়া জিরগা। রবিবার (৯ আগস্ট) বিবৃতি প্রকাশের মাধ্যমে অনুমোদনটি দেওয়া হয়। ১৯ বছরের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার অংশ হিসেবে উদ্যোগটি নিল আফগান সরকার। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

আফগান পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়, আলোচনায় যে কোনো বাধা অপসারণ, শান্তি প্রক্রিয়া শুরু এবং রক্তপাতের অবসান ঘটাতে লয়া জিরগা ৪০০ তালিবান বন্দিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে।

লয়া জিরগার এই অধিবেশনে সভাপতিত্ব করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এতে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের প্রায় তিন হাজার ২০০ নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই বন্দিদের মুক্তি দেওয়া ঠিক হবে কিনা সেটি নিয়ে সেখানে আলোচনা হয়।

আরও পড়ুন : ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

তালিবানের পক্ষ থেকে শান্তি আলোচনার শর্ত হিসেবে তাদের বন্দিদের মুক্তির ওপর জোর দেওয়া হয়েছিল। রয়টার্স জানিয়েছে, এ ৪০০ জন বন্দির মুক্তির মাধ্যমে তালিবানের দাবি অনুযায়ী তাদের পাঁচ হাজার বন্দির সবাইকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে আফগান কর্তৃপক্ষ।

আরও পড়ুন : চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কানাডাতেও ঘাতক বাহিনী পাঠিয়েছেন সালমান

এর আগে গত মাসে আফগানিস্তানের সরকারি তালিবানবিরোধী হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানির নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। মূলত সেই হামলার পরপরই দেশটিতে নিযুক্ত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানান, তারা এ হামলায় অংশ নেয়নি। এমন পরিস্থিতিতে তালিবান বন্দিদের মুক্তি দেওয়ার সরকারি এ ঘোষণা অর্থপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে।

আরও পড়ুন : সীমান্তে চীনের ১৫ হাজার সেনা, উদ্বিগ্ন ভারত

বিশ্লেষকরা বলছেন, কয়েক মাস আগে তালিবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, নিরাপত্তা বাহিনীর ওই হামলার ফলে সেটি বড় ধরনের একটি ধাক্কা খেয়েছে। এখন বন্দি মুক্তির মাধ্যমে মূলত শান্তি আলোচনার পথ প্রশস্ত করা তথা মার্কিন চাপ এড়ানোর কৌশল নিয়েছে কাবুল।

আরও পড়ুন : চীনকে ধ্বংস করতে ভারতীয় সেনাদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তালিবান নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রায় পাঁচ হাজার তালিবান বন্দিকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। বিনিময়ে নিরাপত্তা বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তির প্রতিশ্রুতি দেয় তালিবান। তবে শুরু থেকেই তালিবান বন্দিদের মুক্তি দিতে অনীহা প্রকাশ করে আসছিল কাবুল। যদিও শেষ পর্যন্ত প্রায় সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড