• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ০৮:৫৯
ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। শনিবার (৮ আগস্ট) ইসরায়েলি দৈনিক হারেৎস খবরটি দিয়ে লিখেছে, ইসরায়েলি বাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তা লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকেছে। ড্রোনটিকে যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলেই গিয়েছিল।

ড্রোন ভূপাতিত করার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গর্বভরে খবরটি টুইটারেও প্রচার করেছিলেন। যদিও পরবর্তীকালে ইসরায়েলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে যে, ভূপাতিত ড্রোনটি ইসরায়েলের নিজের। তাছাড়া লেবাননের কোনো ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেনি।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আতঙ্কে ইসরাইলি বাহিনী এ ধরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : যে কারণে ইরানকে দেখা মাত্রই দুর্বল হয়ে পরে যুক্তরাষ্ট্র!

এর আগেও ইসরায়েল দাবি করেছিল, লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। যদিও হিজবুল্লাহ তৎক্ষণাৎ ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এ ধরনের কোনো প্রচেষ্টা চালায়নি।

আরও পড়ুন : চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কানাডাতেও ঘাতক বাহিনী পাঠিয়েছেন সালমান

সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সেনা শহীদ হওয়ার পর থেকেই মারাত্মক আতঙ্কে রয়েছে দখলদার সেনারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড