• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলি আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাবে ইইউ

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ১২:২৯
ইসরায়েলি আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাবে ইইউ
ফিলিস্তিনি কিশোরকে পেটাচ্ছে ইসরায়েলি সেনারা (ছবি : দ্য পলিটিকো)

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকার অংশ বিশেষ দখল প্রসঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া ঠিক হবে না। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একদল সংসদ সদস্য।

তারা বলেছেন, দখলদার রাষ্ট্র ইসরায়েল এই অবৈধ পরিকল্পনা বাস্তবায়ন করলে ফিলিস্তিনিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।

বুধবার (২৯ জুলাই) এক যূথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়াম এবং সুইডেনের সংসদ সদস্যরা এসব কথা বলেন।

বিবৃতিতে তারা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ইসরায়েলের ভূমি জবর দখলের পরিকল্পনা বাধার মুখে পড়বে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের অংশ বিশেষকে ইসরায়েল সরকারের সংযুক্তিকরণ পরিকল্পনায় আমরা বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা গভীরভাবে উদ্বিগ্ন।

আরও পড়ুন : লিবিয়ায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে রুশ বিমানের অবতরণ

একতরফাভাবে পশ্চিম তীরের যে কোনো অংশ সংযুক্ত করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে। সংযুক্তকরণ অবশ্যই বিনা চ্যালেঞ্জে পার পাবে না।

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও কৌশলগত জর্ডান উপত্যকার শতকরা ৩০ ভাগ এলাকা তেল আবিব দখল করে নেবে। তবে এ নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভা ব্যাপকভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন : নেপাল থেকে ভারতে ঢুকছে জঙ্গিরা, সীমান্তে সতর্কতা

এছাড়া ফিলিস্তিনের পক্ষ থেকেও শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড