• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেপাল থেকে ভারতে ঢুকছে জঙ্গিরা, সীমান্তে সতর্কতা

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ১১:১৭
নেপাল থেকে ভারতে ঢুকছে জঙ্গিরা, সীমান্তে সতর্কতা
সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

আসছে বুধবার (৫ আগস্ট) কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের বর্ষপূর্তির দিনেই অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস। আর তার পরেই ভারতের স্বাধীনতা দিবস। গুরুত্বপূর্ণ এই সময়ে পাক মদত পুষ্ট জঙ্গিরা দেশে নাশকতা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’।

এরই মধ্যে তাদের পাঠানো তিনটি সতর্ক বার্তা সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। বার্তায় বলা হয়, জঙ্গিদের প্রধান লক্ষ্য দিল্লি হলেও দেশের বর্ষীয়ান রাজনৈতিক নেতা-নেত্রী এবং কয়েক জন ভিভিআইপি-কেও এবার নিশানা করা হতে পারে।

প্রতি বছরই স্বাধীনতা দিবসের সময় গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু এ বছর ভারতীয় গোয়েন্দা বাহিনীগুলোর মধ্যে সমন্বয়কারী প্ল্যাটফর্ম মাল্টি এজেন্সি সেন্টারে (ম্যাক) সতর্কবার্তা পাঠিয়েছে ‘র’।

সেখানে ভারত-নেপাল সীমান্ত দিয়ে কয়েক জন পাক-প্রশিক্ষিত জঙ্গি ঢোকার সম্ভাবনার কথা বলা হয়েছে। মূলত এর পরই রাজ্য গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন : লিবিয়ায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে রুশ বিমানের অবতরণ

বিশেষ করে নেপাল সীমান্ত নিয়ে রাজ্য পুলিশের চিন্তা সবচেয়ে বেশি। পাশাপাশি, সতর্ক করা হয়েছে সব জেলার পুলিশ সুপারকেও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড