• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ০৯:০৩
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭
বিস্ফোরণের শিকার গাড়ির ধ্বংসাবশেষ (ছবি : খালিজ টাইমস)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল। সে সময়ই আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়েছে। খবর আল-জাজিরার।

লোগার প্রদেশে পুলি আলম শহরের একটি হাসপাতালের চিকিৎসক ডা. সিদিকুল্লাহ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ভয়াবহ এই হামলায় হতাহতদের বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর ১৭টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আর আহত বাকি লোকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ সেই বিস্ফোরণে ২১ জন গুরুতরভাবে আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

লোগার গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং এএফপিকে বলেন, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতর ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আরও পড়ুন : ইরানের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

এ দিকে এখন পর্যন্ত সশস্ত্র কোনো গোষ্ঠী কিংবা সংগঠন ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করেনি। অপর দিকে তালিবানের পক্ষ থেকেও হামলাটির দায় অস্বীকার করা হয়েছে। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবৃতির মাধ্যমে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড