• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের শক্তিশালী ড্রোন ভূপাতিত করল লেবানন

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ০৮:৩৫
ইসরায়েলের শক্তিশালী ড্রোন ভূপাতিত করল লেবানন
শক্তিশালী ড্রোন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ছোড়া একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে প্রতিবেশী লেবানন। দেশটির আকাশসীমায় অবৈধভাবে প্রবেশের কারণে লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত করা হয়।

রবিবার (২৬ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে তাদের কোনো ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি।

আরও পড়ুন : ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ হামলার ভয়াবহ ভিডিও প্রকাশ

এ দিকে ইসরায়েলের গণমাধ্যমের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। এর সঙ্গে সেখানকার সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন : ইসরায়েলের ভেতরে হামলা চালাল হিজবুল্লাহ

অপর দিকে দিনের শুরুতে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন দেশের দক্ষিণাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করেছে। যার মধ্যে একটিকে ইতোমধ্যে ভূপাতিত করা হয়েছে।

গত দুই দিনে এ নিয়ে অন্তত ২৯ বার ইসরায়েলি ড্রোন লেবাননের আকাশসীমা অতিক্রম করেছে বলে দাবী সেনাদের।

তেলআবিব বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে তারা দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে।

আরও পড়ুন : মার্কিন বাহিনীর বিরুদ্ধে মামলা করবেন ইরানের বিমান যাত্রীরা

মূলত এর পরপরই লেবাননের আকাশসীমায় ইসরায়েলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আস্তে শুরু হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড