• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে প্রতি ঘণ্টায় করোনায় আক্রান্ত ২০১৮ জন 

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই ২০২০, ২১:১৮
করোনা
ছবি : সংগৃহীত

ভারতে দিন দিন লাগামহীন হয়ে উঠছে করোনা পরিস্থিতি৷ হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও৷ পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে উঠেছে যে, একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হাঁটার কথা ভাবছে৷

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ হাজারের বেশি মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখে পৌঁছে গেছে৷ কেবল আক্রান্তের সংখ্যা নয় পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে৷ সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর সংখ্যায় ফ্রান্সকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত৷ দেশজুড়ে করোনায় ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মানবিক সংকটে পড়তে পারে বাংলাদেশ : গার্ডিয়ান

কভিড- ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ হাজারের বেশি৷ অর্থাৎ, প্রত্যেক ঘণ্টায় প্রায় ২০১৮ জন আক্রান্ত৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২ লাখ ৮৮ হাজার যা গোটা বিশ্বের মোট আক্রান্তের ৮ শতাংশ৷

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৫৭ লাখ ২০ হাজার মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়৷ দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ৭৫ হাজার ৩০১ জন। এরপরে আছে ব্রাজিল, দেশটিতে মোট আক্রান্ত ২২ লাখ ৯২ হাজার ২৮৬ জন৷ ভারত রয়েছে তৃতীয় স্থানে৷

কভিড- ১৯ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৭৫৫ জনের৷ মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৮২১ জনের৷

এখনো পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়৷ দেশটিতে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮৪ হাজার ২৫১ জনের। ব্রিটেনে ৪৫ হাজার ৫৫৪ জন, মেক্সিকোতে ৪১ হাজার ৯০৮ জন ও ইতালিতে ৩৫ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে চলতি সপ্তাহেই মৃতের সংখ্যার হিসেবে ইতালিকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসবে ভারত৷ সূত্র : নিউজ ১৮।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড