• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে সহিংসতায় ৭২ তালিবানের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই ২০২০, ০৮:৫৪
আফগানিস্তানে সহিংসতায় ৭২ তালিবানের প্রাণহানি
তালিবান সদস্যদের আটক করা হচ্ছে (ছবি : প্রতীকী)

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৭২ তালিবান বিদ্রোহীর প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বাহিনীর আরও কিছু সদস্য।

শুক্রবার (১৭ জুলাই) আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছিল, এবার তিন প্রদেশে অভিযান চলাকালে সংঘাতে জড়িয়ে তালিবান সদস্যরা নিহত হন। যদিও মৃতদের তালিকায় চারজন ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছেন।

বিবৃতির মাধ্যমে আফগান ন্যাশনাল আর্মি জানায়, একদিনে বালখ, ফারিয়াব ও সার-আই-পাল প্রদেশে পদাতিক ও বিমান হামলায় তালিবানের আরও ৩২ সদস্য আহত হন। এবার সপ্তাহের শুরুর দিকে উত্তর আফগানিস্তানে তালিবান হামলায় ৩৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ৬০ জন আহত হয়েছেন।

এর আগে ১২ জুলাই আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি আলোচনায় বসার আহ্বানকে তালিবান নেতারা প্রত্যাখ্যান করেছিলেন। কেননা চলমান বিদ্রোহের ক্ষেত্রে এখনো কোনো বিকল্প পথ খুঁজে পায়নি বলে দাবি করেছিলেন তারা।

আরও পড়ুন : কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত

তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের একাধিক টুইট বার্তায় জানান, চলমান সহিংসতার অবসান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির বাস্তবায়ন ও আফগানিস্তানের ভেতরেও সমঝোতা ভীষণভাবে প্রয়োজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড