• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ভয়াবহ বিপদ' যুক্তরাষ্ট্রের সামনে

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই ২০২০, ১৪:৫৮
করোনা আক্রান্ত রোগী
করোনা আক্রান্ত রোগী (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। দেশটির বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণের হার। বিগত কয়েক দিনে থেকে দেশটিতে প্রতিনিয়ত ৬০ হাজারের বেশি জন করে করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু ফ্লোরিডা অঙ্গরাজ্যে রেকর্ড ১৫ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র সাত শতাংশ বাস করেন ফ্লোরিডায় । এই রাজ্যের দৈনিক আক্রান্তের রেকর্ড ক্যালিফোর্নিয়াকে ছাড়িয়ে গেছে।

জনস হফকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখের বেশি জন। এছাড়া গত একদিনে মারা গেছে ৪৪২ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়ালো।

সম্প্রতি রয়টার্সের পরিসংখ্যানে বলা হয়, দেশটির ৪২ রাজ্যে সংক্রমণের হার বিগত দিনগুলোর চেয়ে বেশি। সেইসঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া বিভিন্ন রাজ্যের হাসপাতালে আইসিইউ'র সকট দেখা দিয়েছে।

বিভিন্ন বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, দেশটিতে করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বিবিসি, রয়টার্স।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড