• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে গ্রেপ্তার হলো ভারতের গ্যাংস্টার বিকাশ 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই ২০২০, ১৭:৪৫
করোনা
ছবি : সংগৃহীত

দুই পাশে পুলিশের দুই কর্মী। মাঝখানে সেই কুখ্যাত গ্যাংস্টার। ওই অবস্থায় সজোরে চেঁচিয়ে উঠল, ম্যা বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা (আমি বিকাশ দুবে, কানপুরের)। কথাটি শেষ না হতেই বিকাশকে সজোরে থাপ্পড় দিলেন পুলিশের একজন সদস্য।

গত ৩ জুলাই বিকাশ ও তার দলের গুলিতে আটজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে হন্যে হয়ে বিকাশের খোঁজ করেছে পুলিশের কমপক্ষে ৪০টি দল। গত মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেল থেকে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই পালিয়ে যায় বিকাশ।

শেষ পর্যন্ত সাত দিন পর আজ বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাওয়ার পথে ধরা পড়ে বিকাশ।

এএনআইয়ের একটি ভিডিওতে দেখা যায়, বিকাশকে নিয়ে কিছুটা হেঁটে এসে একটি গাড়ির কাছে অপেক্ষা করছিল পুলিশের একটি দল। কাউকে দেখে মুখ বাড়িয়ে বিকাশ বলে ওঠে, ম্যা বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা। তারপরই সপাটে থাপ্পড় খায় সে। তারপর কিছুটা দমে গিয়ে ছটফট করতে থাকে।

অবশ্য তাতে তেমন লাভ হয়নি। কিছুক্ষণ পর গলা ধরে টেনেহিঁচড়ে নিয়ে চলে যায় পুলিশ।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড