• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিল অস্ট্রেলিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই ২০২০, ১৩:৫০
হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিল অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (ছবি : প্রতীকী)

চীনের নতুন নিরাপত্তা আইনের কারণে হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এছাড়া অস্ট্রেলিয়ায় থাকার হংকংয়ের বাসিন্দাদের জন্য ভিসার মেয়াদও বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এমনটি জানান।

তার মতে, চীনের নতুন আইন হংকংয়ের স্বতন্ত্র আইনকে খাটো করেছে। বেইজিং হংকংয়ের স্বায়ত্তশাসনকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন মরিসন।

এছাড়াও মরিসন জানায়, হংকংয়ের বাসিন্দাদের জন্য অস্ট্রেলিয়ার ভিসার মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় হংকংয়ের বাসিন্দাদের স্থায়ী বসবাসের সুযোগ দেয়ার ইঙ্গিতও দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

এ দিকে নতুন নিরাপত্তা আইনের কারণে কানাডা এবং যুক্তরাজ্যও হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিল করেছে।

আরও পড়ুন : সন্তানদের জন্য জীবন ভিক্ষা চেয়েছিলেন ফ্লয়েড

অস্ট্রেলিয়া সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে এক লাখের বেশি হংকংয়ের নাগরিক পড়ালেখা এবং কাজের জন্য বসবাস করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড