• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলম্বিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুলাই ২০২০, ১০:২৪
কলম্বিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭
বিস্ফোরণের স্থান পরিদর্শন করছেন কর্মীরা (ছবি : এএফপি)

কলম্বিয়ায় একটি পেট্রলবাহী ট্যাংকার উল্টে গিয়ে বিস্ফোরণ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক লোক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে ক্যারিবিয়ান উপকূলীয় শহর পুয়েবলো বিয়েখোর কাছে একটি সড়কে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, পেট্রলবাহী ট্যাংকারটি উল্টে পড়ার পর বহু লোক জড়ো হয়ে পেট্রল নেয়ার চেষ্টা করতে থাকে, এ সময় বিস্ফোরণ ঘটে গাড়িটিতে আগুন ধরে যায়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আহতদের ওই এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেরই শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনাকে 'ট্রাজেডি' হিসেবে উল্লেখ করে পুয়েব্লো ভিজোর মেয়র ফ্যাবিয়ান ওবিসপো বলেন, স্থানীয় অনেক পরিবার এখনো জানে না তাদের সন্তানরা কোথায়।

কয়েকটি দেহ এমন বীভৎস ভাবে পুড়েছে, শনাক্তই করা যাচ্ছে না। এই ঘটনায় শোকপ্রকাশ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউক বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই ট্রাকটি বেসামাল হয়ে পালটি খায়।

কলম্বিয়ার এই ক্যারিবিয়ান উপকূলে করোনা সংক্রমণ ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নাই অবস্থা। করোনায় মৃত্যুহারে পুরো কলম্বিয়ার মধ্যে পুয়েব্লো ভিজো তৃতীয় স্থানে রয়েছে। প্রতি এক লাখ জনসংখ্যায় ৯১৫ জন এখানে মারা গিয়েছেন।

আরও পড়ুন : ইরানের পরমাণু স্থাপনায় হামলার চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

উল্লেখ্য, গত বছর কলম্বিয়ার রাজধানী বোগোটায় শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হন। আহত হয়েছে অর্ধ-শতাধিক। বোগোটার দক্ষিণে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি পুলিশ অ্যাকাডেমিতে ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছিল।

সূত্র : বিবিসি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড