• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার মধ্যেই গোয়াকে উন্মুক্ত করল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই ২০২০, ১৫:৫৬
করোনার মধ্যেই গোয়াকে উন্মুক্ত করল ভারত
গোয়া বিচ (ছবি : প্রতীকী)

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় চারমাস বন্ধ থাকার পর ভারতে ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হয়েছে গোয়া সমুদ্র সৈকত। শুক্রবার (৩ জুলাই) থেকে এ সমুদ্র সৈকতটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

এর আগে বুধবার (১ জুলাই) এ ঘোষণাটি দেন রাজ্যটির পর্যটনমন্ত্রী মনোহর অজগাঁওকর। এ উপলক্ষে ২৫০টির বেশি হোটেল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ২৫০টি হোটেলকে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। এ সৈকত শহরে এসে পর্যটকদের থাকতে কোনো সমস্যা হবে না।

তবে কোনোভাবেই যেন সংক্রমণ না ছড়ায়, সে দিকেও কঠিন নজরদারি করার বিষয়টি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন বলেও জানান তিনি।

এক্ষেত্রে আগে থেকে হোটেল বুক করে রাখতে হবে। সরকারি অনুমতি ছাড়া কোনো হোটেল খোলা যাবে না। এছাড়া পর্যটকদের অবশ্যই করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। তবে গোয়ায় পৌঁছনোর পরে এ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিজরাজ্যে ফিরে যেতে বলা হবে বলেও প্রতিবেদনটিতে জানানো হয়।

আরও পড়ুন : সীমান্তে উত্তেজনা, চীনকে মোকাবিলায় প্রস্তুতি সেরে নিচ্ছে ভারত (ভিডিও)

উল্লেখ্য, এখন পর্যন্ত রাজ্যটিতে প্রায় এক হাজার ৪৮২ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড