• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বে করোনার গ্রাসে ১ কোটি ছাড়াল আক্রান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২০, ১৭:০১
বিশ্বজুড়ে করোনা
বিশ্বে করোনার গ্রাসে ১ কোটি ছাড়াল আক্রান্ত (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারি রূপে গর্জে ওঠা প্রাণঘাতী করেনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।

বিশ্বের নানা পরিসংখ্যান মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে ওয়ার্ল্ডওমিটার। শনিবার (২৮ জুন) তারা জানাচ্ছে, করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ হাজার ৮৩৯ জন। এতে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৩৬ জনের।

সংস্থাটি জানাচ্ছে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত ৫৪ লাখ ৬৬ হাজার ৩২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো অসুস্থ রয়েছেন ৪১ লাখ ২০ হাজার ৭৪ জন। এরমধ্যে ৫৭ হাজার ৮১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : মিয়ানমার সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ টার্গেট, বাড়িঘর ছাড়ছে মানুষ

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃত্যু দুই দিকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৫ লাখ ৯৭ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। আক্রান্তর দিক দিয়ে দেশটির পরে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য। যে চীন থেকে রোগটি ছড়িয়েছে তাদের অবস্থান এখন ২২ নম্বরে (আক্রান্ত মানুষের সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা তালিকায় অবস্থান)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড