• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন ২০২০, ১৪:১২
এবার নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত
ভারত সীমান্তে মোতায়েন পাকিস্তানি সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

গলওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৭৬ জন। এরপর থেকেই সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

বিষয়টি নিশ্চিত করে ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনো কাশ্মীরে পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।

তিনি আরও বলেন, পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।

আরও পড়ুন : প্রতিপক্ষের দুর্গে আঘাত হানতে যা আছে চীন-ভারতের অস্ত্রাগারে!

জম্মু-কাশ্মীরে সংযুক্ত কমান্ডের বৈঠকে সেনার পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় দ্রুত বাঙ্কার তৈরির ওপরে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ১৫ নম্বর কোরের কমান্ডার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড