• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের ৪০ ভাগ পাইলটরে লাইসেন্সই জাল!

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন ২০২০, ১৫:১০
পাকিস্তানের ৪০ ভাগ পাইলটরে লাইসেন্সই জাল!
উড়োজাহাজ (ছবি : প্রতীকী)

বাস-ট্রাক নয়, ভুয়া লাইসেন্স নিয়ে পাকিস্তানে বিমান চালান প্রায় ৪০ শতাংশ পাইলট। যার তার মুখে শোনা খবর নয়। পাকিস্তানের বিমান চলাচল মন্ত্রী নিজেই সংসদে হাজির করেছেন এমন রোমহর্ষক তথ্য। গত মাসে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বুধবার (২৪ জুন) পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। খবর গালফ নিউজের।

গুলাম সারওয়ার বলেন, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন পাইলট রয়েছেন। এদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় অংশ নেননি। তারা অন্যজনকে পরীক্ষায় বসিয়েছেন।

তিনি আরও জানান, যাদের জাল লাইসেন্স রয়েছে তারা অনেকেই উড়োজাহাজ চালাতে পারেন না। রাজনৈতিক ভিত্তিতে এই সব পাইলট নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ দিকে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা করোনা ভাইরাস মহামারির কারণে বিভ্রান্ত ছিলেন।

আরও পড়ুন : যুক্তরাজ্যে মানবদেহে নতুন ভ্যাকসিনের পরীক্ষা শুরু

গত ২২ মে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এতে এ৩২০ মডেলের বিমানটিতে থাকা ৯৭ আরোহী নিহত হন। বেঁচে যান দুই আরোহী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড