• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় বিপর্যস্ত রাশিয়ায় কর বাড়াচ্ছেন পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২০, ১০:৫০
করোনায় বিপর্যস্ত রাশিয়ায় কর বাড়াচ্ছেন পুতিন
রুশ প্রেসিডেন্ট পুতিন (ছবি : সিএনএন)

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড রাশিয়া। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় দেশটি তৃতীয়। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের ঠিক পরেই তাদের অবস্থান। এমন পরিস্থিতিতে সবার জন্য সমান কর- ২০০১ সালে চালু করা এই নীতি থেকে সরে আসতে যাচ্ছে মস্কো।

দেশের উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির উপার্জনকারীদের কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনা ভাইরাস মহামারিতে বাজেটের তহবিলে বাড়তি অর্থ জোগানে এমন সিদ্ধান্তের কথা ভাবছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া ভাষণে পুতিন উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির জন্য ২ শতাংশ হারে কর বাড়ানোর প্রস্তাব দেন। যাদের বার্ষিক আয় ৫০ লাখ রুবলের বেশি তাদের কর ১৩ থেকে ১৫ শতাংশ করা হবে। বাজেটের ফান্ডে যুক্ত হওয়া বাড়তি অর্থ শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে বলেছেন প্রেসিডেন্ট পুতিন।

এমনকি করোনা পরিস্থিতিতে রাশিয়ার জন্য অর্থনৈতিক স্থবিরতা ‘গুরুতর চ্যালেঞ্জ’ উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৩ লাখ

উল্লেখ্য, রাশিয়ায় করোনায় এখন পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ হাজার তিনশ জনের বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড