• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত-অস্ট্রেলিয়ার সেনাঘাঁটি চুক্তি 

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন ২০২০, ১৯:৪৫
করোনা
ছবি : সংগৃহীত

প্রয়োজনে একে অপরের সেনাঘাঁটি ব্যবহার করতে পারবে ভারত ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এমন একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

ভারতের নিউজ এইটিন জানায়, দেশটির নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল বৈঠকে দুই দেশের মধ্যে এই ঐতিহাসিক সামরিক চুক্তি চূড়ান্ত হয়ে গেল।

ভারতের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক সামরিক শক্তি বিনিময়ের পথ প্রশস্ত করে দিল এই চুক্তি।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকেই লজিস্টিক সাপোর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের সঙ্গে উত্তেজনা পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তি করল ভারত। এর আগে একই ধরনের সামরিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও।

গত বছর ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যায়। মোদির সঙ্গে মরিসনের বৈঠকে তা পরিপূর্ণ রূপ পেল।

সামরিক চুক্তি ছাড়াও করোনাভাইরাস মহামারী, সাইবার সিকিউরিটি ও বাণিজ্যিক আদানপ্রদান বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

চুক্তির পর মোদি এক টুইট বার্তায় লেখেন, আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল। মূলত, স্বাস্থ্য, ব্যবসা ও সামরিক ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড