• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলে দেয়া হয়েছে ইরান-তুরস্ক সীমান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন ২০২০, ১০:৩০
বাজারগান সীমান্ত দিয়ে আবার শুরু হয়েছে ইরান-তুরস্ক বাণিজ্য
বাজারগান সীমান্ত দিয়ে আবার শুরু হয়েছে ইরান-তুরস্ক বাণিজ্য (ছবি : সংগৃহীত)

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বাজারগান সীমান্ত পয়েন্ট খুলে দেয়া হয়েছে। দীর্ঘ সাড়ে তিন মাস পর সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচল শুরু হয়েছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর বাজারগান সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হয়।

বাজারগান কাস্টমস অফিসের মহা ব্যবস্থাপক সাদেক নামদার বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সীমান্ত পয়েন্ট দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাস্টমস অফিসের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি জানান, ইরান ও তুরস্কের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার পর গুরুত্বপূর্ণ এ সীমান্ত পয়েন্ট দিয়ে স্বাভাবিক লেনদেনের কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, এর আগে ইরান এবং তুরস্কের প্রেসিডেন্ট বাজারগান সীমান্ত খুলে দেয়ার গুরুত্ব নিয়ে টেলিফোনে কথা বলেছেন এবং তারা দুজনই যত শিগগিরি সম্ভব সীমান্ত খুলে দেয়ার ওপর জোর দেন।

মুখপাত্র লাতিফি জানান, বাজারগান সীমান্ত খুলে দেয়া হয়েছে এবং সীমান্ত পয়েন্ট দিয়ে ট্রাক ও লরি চলাচল শুরু হলেও করোনাভাইরাসের ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড