• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আল-আকসা মসজিদে ইমামকে আরও ৪ মাস ঢুকতে দেবে না ইসরায়েল 

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন ২০২০, ০৮:৩২
ইমাম ইকরামা সাবরি
ইমাম ইকরামা সাবরি (ছবি : সংগৃহীত)

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে আরও চার মাস প্রবেশ করতে পারবেন না এই মসজিদের ইমাম (গ্র্যান্ড খতিব) ইকরামা সাবরি। এর আগে আরোপিত নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার (৪ জুন) শেষ হওয়ার পর তা আরও চার মাসের জন্য বাড়ানো হয়েছে।

ইকরামা সাবরি এ সম্পর্কে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আবারও তাদের অন্যায় ও বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাধ্যমে মানুষের ইবাদতের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তবে ফিলিস্তিনিরা সব সময় আল-আকসা মসজিদের পাশে থাকবে এবং তা রক্ষা করবে।

খতিব ইকরামার বিরুদ্ধে দখলদারদের অভিযোগ হচ্ছে তিনি মুসল্লিদেরকে ইসরায়েলের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইকরামা সাবরি'র বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল।

এর প্রতিক্রিয়া হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান।

এছাড়া দখলদার ইসরায়েল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না। সূত্র : পার্সটুডে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড