• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সামরিক শক্তির বিচারে চীন ভারতের চেয়ে এগিয়ে

চীনের স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ৩৮০০, ভারতের মাত্র ২৩৫

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন ২০২০, ২১:৫৬
চীনা সেনা বাহিনী

চীন ও ভারত দুই দেশই সামরিক বাহিনী অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সমৃদ্ধ। দুই দেশেরই রয়েছে পরমাণু অস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি), দুই দেশের পাবলিক ডোমেইনগুলো থেকে প্রাপ্ত তথ্যে দুই দেশের যে সমরশক্তির তুলনামূলক চিত্র পাওয়া যায়, তাতে দেখা যায় সমরাস্ত্র ও সামরিক বাহিনীর শক্তিতে বড় ব্যবধান বর্তমান।

যেসব ক্ষেত্রে চীন ভারতের চেয়ে এগিয়ে-

সামরিক শক্তির পিডব্লিউআর ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে চীন৷ যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ঠিক পরেই আছে চীন আর ভারত আছে চার নাম্বারে৷ প্রতিরক্ষা বাজেটে চীনের ধারের কাছেও নেই ভারত। চীনের বাজেট ২৩৭০ কোটি ডলারের বিপরীতে ভারতের ৬১০ কোটি ডলারের৷

চৈনিক সেনাবাহিনীর দক্ষতার খ্যাতি বিশ্ব জুড়ে। ১৩৮ টি দেশের মধ্যে পিআরডাব্লিউ ইনডেক্সে তৃতীয় স্থানে থাকা চীনের মোট ২১ লক্ষ ২৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছে যেখানে ভারতের রয়েছে ১৪ লক্ষ ৪৪ হাজার সেনাসদস্য৷ এয়ারক্রাফট আছে ৩২১০টি যেখানে ভারতের রয়েছে ২১২৩টি এয়ারক্রাফট৷ চীনের যুদ্ধজাহাজ ৭৭৭টি আর ভারতের রয়েছে ২৮৫টি যুদ্ধজাহাজ৷ চীনের যুদ্ধবিমান ভারতের দ্বিগুণেরও বেশি৷ চীনের ১২৩২টি আর ভারতের ৫৩৮টি৷ প্রায় কাছাকছি সংখ্যায় তাদের হেলিকপ্টার। চীনের আছে ৯১১টি হেলিকপ্টার আর ভারতের ৭২২টি৷ চীনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার। সেখানে ভারতের সাঁজোয়া যানবহন ৮ হাজার ৬৮৬৷

স্বয়ংক্রিয় আর্টিলারির ক্ষেত্রে দু দেশের তুলনাই হয় না। চীনের আছে ৩৮০০, ভারতের মাত্র ২৩৫৷ রকেট প্রজেক্টরের ক্ষেত্রেও একই অবস্থা। ভারতের চেয়ে চীনের প্রায় দশগুণ বেশি রকেট প্রজেক্টর আছে। চীনের ২৬৫০, ভারতের ২৬৬৷ সাবমেরিনের সংখ্যার দিক থেকেও ভারত অনেক পিছিয়ে৷ চীনের ৭৪টির বিপরীতে ভারতের আছে ১৬টি সাবমেরিন৷ চীনের বিমানবাহী জাহাজ আছে ২টি এবং ভারতের ১টি। চীনের ডেস্ট্রয়ার ৩৬টি, অন্যদিকে ভারতের ১০টি৷ চীনের ফ্রিগেট ৫২, ভারতের তার ঠিক চার ভাগের এক ভাগ, অর্থাৎ ১৩টি৷ চীনের রণতরি আছে ৫০টি, ভারতের ১৯টি। চীনের উপকূলীয় টহল ২২০, ভারতের ১৩৯৷ চীনের আছে মোট ৫০৭টি বিমানবন্দর আর ভারতের ৩৪৭টি৷ চীনের ২২টি নৌবন্দর এবং টার্মিনালের বিপরীতে ভারতের রয়েছে মোট ১৩টি বন্দর ও টার্মিনাল।

যেসব ক্ষেত্রে চীনের চেয়ে ভারত এগিয়ে-

দু-একটি ক্ষেত্রে ভারত চীনের চেয়ে এগিয়ে। ভারতের ট্যাঙ্ক চীনের চেয়ে অনেক বেশি৷ চীনের আছে ৩৫০০টি ট্যাঙ্ক আর ভারতের ৪২৯২টি৷ ফিল্ড আর্টিলারির ক্ষেত্রে ভারত কিছুটা এগিয়ে৷ চীনের ৩৮০০-র বিপরীতে তাদের রয়েছে ৪০৬০টি ৷ তাছাড়া রিজার্ভ সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে৷ চীনের ৫ লক্ষ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লক্ষ রিজার্ভ সৈন্য৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড