• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসামে ভূসিধস, নিহত ২০

  আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন ২০২০, ১৫:১৫
আসামে ভূসিধস, নিহত ২০
আসামে ভূসিধস, নিহত ২০ (ছবি : সংগৃহীত)

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দক্ষিণাঞ্চলে ভূসিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন।

দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এনডিটিভি বলছে, ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড