• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার সিএনএন’র কৃষ্ণাঙ্গ সাংবাদিক গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে ২০২০, ১৮:৪৯
করোনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের বিক্ষোভ এলাকা থেকে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) এক কৃষ্ণাঙ্গ সাংবাদিককে হাতকড়া পরিয়ে নিয়ে গেছে পুলিশ।

সিএনএন তাদের বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর পাঁচটার দিকে ওমর জিমনেজ নামের ওই সাংবাদিক আন্দোলনকারীদের গ্রেপ্তারের দৃশ্য দেখাতে থাকলে পুলিশ বাধা দেয়।

গ্রেপ্তারের সময় পুলিশের পক্ষ থেকে প্রোডাকশন টিমকে বলা হয়, সরতে বলার পরেও আপনার সরেননি। তাই গ্রেপ্তার করা হচ্ছে।

ওমরকে গ্রেপ্তার করার পর টিমের আরও তিন সদস্যকে পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছে সিএনএন।

জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যার পর মিনিয়াপোলিসে শতশত মানুষ বিক্ষোভ শুরু করেন। সেখান থেকেই লাইভ করছিলেন সিএনএনের ওই রিপোর্টার।

ওমর জানিয়েছেন, গ্রেপ্তারের সময় পুলিশের কাছে তিনি সাংবাদিক বলে পরিচয় দিলেও কাজ হয়নি।

এসময় তাকে বলতে শোনা যায়, ‘আমরা পেছনে সরতে পারি, যেখানে আপনি বলবেন। আমরা এখানে লাইভে আছি…যেখানে চান সেখানে সরিয়ে নিন।’

জশ ক্যাম্পবেল নামের আরেক সাংবাদিক ঘটনাস্থলে ছিলেন। কিন্তু পুলিশ তাকে সরায়নি।

ক্যাম্পবেল বলছেন তিনি শ্বেতাঙ্গ হওয়ায় পুলিশ তার সঙ্গে ভিন্ন আচরণ করেছে, ‘আমি পরিচয় দেয়ার পর বলল ঠিক আছে। আপনি থাকেন। আমার সঙ্গে ওমরের থেকে ভিন্ন আচরণ করা হয়।’

ফ্লয়েডকে গত সোমবার হত্যা করা হয়। তার মৃত্যুর ঘটনাটি যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক সংবাদমাধ্যমে ফলাও করে ছাপানো হয়। এ ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। কোথাও আবার অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড