• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আম্ফানের ক্ষত না শুকাতেই ফের কালবৈশাখীর কবলে কলকাতা, নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০২০, ১৫:৪৮
ফের কালবৈশাখীর কবলে কলকাতা
ফের কালবৈশাখীর কবলে কলকাতা (ছবি : সংগৃহীত)

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফানের দাগ মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গে ফের তাণ্ডব চালিয়েছে ঝড়। বুধবার সন্ধ্যায় কলকাতা ও এর আশপাশের এলাকায় ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী কালবৈশাখী। এতে এ পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মাত্র এক সপ্তাহ আগেই ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছিল আম্ফান। গতকালের কালবৈশাখী এর চেয়ে কিছুটা কম, ঘণ্টায় প্রায় ৯৬ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এর জেরে বুধবার সন্ধ্যায় ফের বিদ্যুৎহীন হয়ে পড়ে কলকাতা শহরের বিভিন্ন এলাকা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে কলকাতায় শুরু হয় কালবৈশাখীর দাপট। এতে হুগলির আরামবাগে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছন অন্তত দু’জন। এছাড়া দুর্গাপুরে বজ্রপাতে মারা গেছেন একজন।

পুলিশ জানিয়েছে, ঝড়ে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, শরৎ বসু রোড এবং লেক রোডের সংযোগস্থল, বেলেঘাটা মেন রোড, চাউল পট্টি রোড, নারকেলডাঙা মেন রোড, রাজা বসন্ত রায় রোডসহ বেশ কয়েকটি জায়গার গাছপালা ভেঙে পড়েছে। উত্তর ২৪ পরগনার বাগদায় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে এ কালবৈশাখী।

কলকাতার বিদ্যুৎ অধিদপ্তর জানিয়েছে, অনেক চেষ্টার পর কলকাতার যেসব এলাকার বিদ্যুৎসংযোগ ফেরানো হয়েছিল, বুধবারের ঝড়ে তার বহু এলাকায় ফের বিদ্যুৎ চলে গেছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড