• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও আক্রান্ত বাড়ছে দক্ষিণ কোরিয়ায় 

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ১৫:২৩
করোনা
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়ায়। চব্বিশ ঘণ্টার হিসেবে সাত সপ্তাহের মধ্যে বুধবার সর্বোচ্চ আক্রান্ত দেখেছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ৪০ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে, যা ৮ এপ্রিলের পর সর্বোচ্চ।

নতুন আক্রান্তের অধিকাংশই সিউল মেট্রোপলিটন এলাকার অতি ঘনবসতি এলাকার বাসিন্দা। দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৬ জন।

পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় স্কুলগুলো খুলে দিয়েছে কোরিয়া সরকার। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে দেশটি।

স্কুলগুলো খুলে দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টিও শিথিল করেছে কোরিয়া সরকার। জাদুঘর ও উপাসনালয়গুলো খুলে দিয়েছে তারা। বেসবল ও ফুটবলসহ কিছু পেশাদারি খেলাও শুরু হয়েছে।

এর মধ্যে নতুন করে হানা দিতে শুরু করেছে করোনা সংক্রমণ। রাজধানী সিউলের উপকণ্ঠে একটি ই-কমার্স সাইট করোনাভাইরাস সংক্রমণের ‘ক্লাস্টার’ এলাকায় পরিণত হয়েছে।

কেসিডিসি জানিয়েছে, বুচিওনের ই-কমার্স ফার্ম চুপাং থেকে করোনার নতুন সংক্রমণ হয়েছে। নতুন আক্রান্তের ৩৬ জনই ওই জায়গার।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্যাং-লিপ বলেছেন, “ধারণা করা হচ্ছে, ওই গুদামে সাধারণ নিয়মগুলো জোরদার করেনি। কর্মস্থলগুলোতে কোয়ারেন্টাইন নিয়ম অনুসরণ করা না হলে পরিস্থিতি আরও বেশি আক্রান্তের দিকে চলে যেতে পারে।”

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড