• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে করোনার থাবায় ৬২ হাজারের বেশি চিকিৎসাকর্মী

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ১৪:১৭
চিকিৎসাকর্মী
যুক্তরাষ্ট্রে করোনার থাবায় ৬২ হাজারের বেশি চিকিৎসাকর্মী (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি)।

এক বিবৃতিতে সিডিসি জানিয়েছে, দেশটিতে প্রায় ৬২ হাজার চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ২৯১ জনের মৃত্যু হয়েছে।

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের বিষয়ে তথ্য দিয়েছিল সিডিসি। সে সময় করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ছিল ৯ হাজার ২৮২।

এ দিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা অভিযোগ করেছেন যে, তারা যথেষ্ট পরিমাণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না।

আরও পড়ুন : ভারতে সামরিক বৈঠক, যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন চিকিৎসাকর্মীরা। এর মধ্যেই চিকিৎসাকর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড