• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পকে সাবধান করল টুইটার

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ১২:৩১
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সতর্ক করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। চলতি বছরের মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের টুইটের বিপরীতে এমন সতর্কবার্তা জারি করেছে টুইটার।

মঙ্গলবার (২৬ মে) মার্কিন নির্বাচনের বিষয়ে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোনও উপায় নেই (জিরো!) মেইলে ব্যালট পাঠানো হলে যথেষ্ট জালিয়াতি হতে পারে। মেইল ডাকাতি হতে পারে আবার নকলও হতে পারে বা জালিয়াতির মাধ্যমে প্রিন্ট করা হতে পারে।

ট্রাম্পের এমন টুইটে টুইটার বলছে, কোনো প্রমাণ ছাড়া এই ধরণের তথ্য ছড়ানো বিভ্রান্তিকর।

এ দিকে, টুইটারের সতর্কবার্তা পাওয়ার পর ফিরতি টুইটে ট্রাম্প বলেন, বাক-স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখা হচ্ছে।

আরও পড়ুন : রাশিয়া করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে : পুতিন

অন্যদিকে নির্বাচন নিয়ে ট্রাম্পের এই বার্তাকে টুইটার বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করলেও ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। টুইটার ওই পোস্ট নিয়ে আপত্তি জানানোর পর ট্রাম্প ফেসবুকে ওই বার্তা পোস্ট করেন। যেখানে ওই পোস্টটি প্রায় ১৭ হাজার বার শেয়ার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড