• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার তাণ্ডবে পেরুতে একদিনে আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ১০:০২
করোনা
করোনার তাণ্ডবে পেরুতে একদিনে আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি (প্রতীকী ছবি)

ভয়াল তাণ্ডবে নিত্যদিন লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে একদিনেই আরও সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, একদিনেই নতুন করে আরও ৫ হাজার ৭৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১ লাখ ২৯ হাজার ৭৫১।

অপরদিকে দেশটিতে নতুন করে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৭৮৮ জন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপরেই পেরুর অবস্থান।

দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গত শুক্রবার এক ঘোষণায় জানান যে, দেশজুড়ে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হবে। দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন : কোয়ারেন্টিনে স্বামী, পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী!

পেরুতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫২ হাজার ৯০৬ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৭৩ হাজার ৫৭। তবে ৯২৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড