• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

১ ট্রিলিয়ন ডলার সহায়তা পাবে জাপানের কোম্পানিগুলো

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০২০, ১৪:৫৮
জাপান
জাপান (ছবি :সংগৃহীত)

অর্থনীতি রক্ষার স্বার্থে টোকিওসহ বাকি চারটি শহর থেকেও জরুরি অবস্থা তুলে নিয়েছে জাপান সরকার।

সোমবার (২৫ মে) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে আরো জানান, করোনা মহামারিতে যে সব কম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তায় ১০০ ট্রিলিয়ন ইয়েন (৯৩০ বিলিয়ন ডলার) প্রণোদনা প্যাকেজ আসছে।

আবে বলেন, ‘আশা করছি সপ্তাহ শেষে নতুন এই প্রণোদনা প্যাকেজ মন্ত্রী সভায় অনুমোদন পাবে।’ এর ফলে জাপানে করোনার ক্ষতি কাটাতে মোট প্রণোদনার পরিমাণ দাঁড়াবে ২০০ ট্রিলিয়ন ইয়েনের বেশি। এর আগে ১১৭ ট্রিলিয়ন ইয়েনের একটি প্রণোদনা প্যাকেজ দেয়া হয়।

ইতিপূর্বে জাপানের পত্রিকা নিক্কি জানায়, গভীর মন্দা থেকে অর্থনীতি টেনে তুলতে সরকার ১০০ ট্রিলিয়ন ইয়েন অর্থনৈতিক প্রণোদনা দেবে। যা কম্পানিগুলো আর্থিক সহায়তা হিসেবে পাবে। জাপানের করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা যায় ৮২৫ জন। দীর্ঘ লকডাউনে অর্থনীতি মন্দায় পড়ে যায়। এতে প্রধানমন্ত্রী সিনজো আবের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে যায়। এ অবস্থায় সরকার অর্থনীতি আবারও টেনে তুলতে চেষ্টা চালাচ্ছে। সূত্র: রয়টার্স

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড