• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হংকং সুরক্ষা আইন নিয়ে সৃষ্ট উদ্বেগকে নাকচ করলেন লাম 

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে ২০২০, ১২:০৫
হংকংয়ের নেতা কেরি ল্যাম
হংকংয়ের নেতা কেরি ল্যাম (ছবি : সংগৃহীত)

হংকংয়ের নেতা কেরি ল্যাম এক বিবৃতিতে বলেছেন, এই অঞ্চলে অন্য দেশগুলির হস্তক্ষেপের স্থান (সুযোগ) নেই। কারণ তিনি চীন কর্তৃক পরিকল্পিত একটি জাতীয় সুরক্ষা আইনকে দৃঢ়তার সাথে রক্ষা করেন।হংকং সুরক্ষা আইন নিয়ে সৃষ্ট উদ্বেগকে নাকচ করে দিয়েছেন তিনি।

নতুন এই আইন রাষ্ট্রদ্রোহিতা, বিভক্তি, 'রাষ্ট্রদ্রোহিতা এবং পরাধীনতা' ইত্যাদি বিষয়গুলি নিষিদ্ধ করবে।

সমালোচকরা বলছেন যে, এটি (আইন) শহরটির (হংকং) স্বাধীনতা সীমাবদ্ধ করবে।

তবে জনসাধারণের উদ্দেশে তার প্রথম বক্তব্যে লাম বলেছিলেন যে, আইন মেনে চলা সংখ্যাগরিষ্ঠদের রক্ষা করতে এটি (আইনটি) একটি 'দায়িত্বশীল' পদক্ষেপ।

তিনি অস্বীকার করেন যে, আইনটি হংকংয়ের অধিকারকে হ্রাস করবে।

এই অধিকারগুলি-হংকংয়ের ক্ষুদ্র-সংবিধানের ভিত্তিতে মৌলিক আইন (বেসিক ল) অনুসারে ১৯৯৭ সালে যুক্তরাজ্য কর্তৃক চীনের কাছে ফেরত দেওয়ার পর থেকেই কার্যকর রয়েছে।

মৌলিক আইন আইনটি এই অঞ্চলে কিছু স্বাধীনতার নিশ্চয়তা দেয় : যেমন প্রতিবাদের অধিকার, যা মূল ভূখণ্ডে নেই। সূত্র : বিবিসি

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড