• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মনিকা-ক্লিনটনের সম্পর্কের কথা ফাঁসকারী সেই নারীর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ১৬:২৮
করোনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনস্কির গোপন সম্পর্কের কথা ফাঁসকারী লিন্ডা ট্রিপ (৭০) মারা গেছেন। ৭০ বছর বয়সী এই সাবেক আমেরিকান সিভিল সার্ভেন্ট দীর্ঘদিন অগ্নাশয়ের ক্যানসারে ভুগে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি।

বুধবার (৮ এপ্রিল) তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, সেই সময় হোয়াইট হাউসে শিক্ষানবীস হিসেবে কর্মরত ছিলেন মনিকা লিউনস্কি। আর পেন্টাগনে কাজ করতেন ট্রিপ।

বয়সে ২৪ বছরের পার্থক্য সত্ত্বেও ট্রিপের সঙ্গে লিউনস্কির এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওই বন্ধুত্বের সূত্রেই তিনি মনিকার সঙ্গে ক্লিনটনের সম্পর্কের বিষয়টি জানতে পারেন এবং ১৯৯৭ সালে তিনি গোপনে লিউনস্কির সঙ্গে কথোপকথন রেকর্ড করতে থাকেন।

ট্রিপের সঙ্গে মনিকার কথোপকথনের রেকর্ডিং ১৯৯৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন বিচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

মনিকার সঙ্গে ট্রিপ কথপোকথনের রেকর্ডিং প্রকাশ করলে ১৯৯৮ সালে অভিশংসনের মুখোমুখি হন তখনকার প্রেসিডেন্ট ক্লিনটন। এ ঘটনায় প্রশংসার পাশাপাশি নিন্দার শিকার হন ট্রিপ।

ক্লিনটন প্রশাসন নিয়ে বিস্তৃত তদন্তে নামা বিশেষ কৌঁসুলি কেনেথ স্টারকে পরে তিনি ওই রেকর্ডিং টেপগুলো দেন।

ওই কেলেঙ্কারি ১৯৯৮ সালে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ক্লিনটনের অভিশংসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল; মনিকার সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যাচারের দায়ে প্রেসিডেন্ট সেসময় দোষীও সাব্যস্ত হয়েছিলেন।

ডেমোক্রেট নিয়ন্ত্রিত তখনকার সিনেট পরে ক্লিনটনকে খালাস দিলেও এ ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতির দ্বিধাবিভক্তি আরও স্পষ্ট করে তোলে। পরের বছরগুলোতে ওই বিভক্তি ধীরে ধীরে দলীয় পক্ষপাত ও তিক্ততায় রূপ নেয়।

সেসময় ট্রিপ, ক্লিনটন-মনিকার সম্পর্ক বিষয়ক তথ্য স্টার নেতৃত্বাধীন তদন্ত দলকে দেশপ্রেমের কারণে দেয়ার কথা বললেও সমালোচকরা তার বিরুদ্ধে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রেসিডেন্টের সম্মানহানির অভিযোগ করেছিলেন।

২০০১ সালে ক্লিনটনের মেয়াদের একেবারে শেষদিন ট্রিপ পেন্টাগন থেকে চাকরিচ্যুত হন; পরে ভার্জিনিয়ায় স্বামীর সঙ্গে একটি দোকান খোলেন তিনি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড