• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫ হাজার ছাড়াল ভারতে আক্রান্তের সংখ্যা 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ১৮:০৪
করোনা
ছবি : সংগৃহীত

ভারতে দিনে দিনে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সরকারি হিসেবে এরই মাঝে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় এনতুন করে এ ভাইরাসের ফলে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।

বুধবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এ সব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বড় লাফ দিয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। সেখানে এ সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া মহারাষ্ট্র, তামিল নাড়ু, দিল্লিতেও করোনার প্রকোপ তুলনামূলক বেশি। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ৪০১ জন সেরে উঠেছেন বলে জানানো হয়।

এদিকে এ অবস্থায় আগামীতে ১৪ এপ্রিলের পরও লকডাউন বাড়ানো হবে কিনা, আগামী শনিবার তা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সিদ্ধান্ত হবে। গত ২৪ মার্চ ভারত জুড়ে ২১ দিনের লকডাউন দেন মোদী।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড