• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের মার্কিন সেনাদের পিছু হটাল সিরিয়ার জনগণ 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ১২:৩৫
জনগণের প্রতিরোধের মুখে আবারো একটি মার্কিন সামরিক বহর
জনগণের প্রতিরোধের মুখে আবারো একটি মার্কিন সামরিক বহর (ছবি : সংগৃহীত)

সরকারি সেনা এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে আবারো একটি মার্কিন সামরিক বহর পিছু হটতে বাধ্য হয়েছে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে প্রবেশ করার সময় মার্কিন ওই সেনা বহরে পাঁচটি সাঁজোয়া যান ছিল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র বলেছে,হাসাকা প্রদেশের হামু গ্রামে মার্কিন সামরিক বাহিনীকে প্রতিরোধ করে সিরিয়ার সেনারা এবং স্থানীয় বেসামরিক লোকজন। প্রতিরোধের মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যেতে বাধ্য হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

গত ২৭ মার্চ সিরিয়ার একই গ্রাম থেকে সরকারি সেনা ও স্থানীয় ক্ষুব্ধ জনগণ মার্কিন সামরিক বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। তার দুই দিন আগে হাসাকা প্রদেশের আরেকটি এলাকা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সিরিয়ার সেনা ও সাধারণ জনগণ হটিয়ে দিয়েছিল।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড