• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা সঙ্কট : বৈঠকে বসছে জাতিসংঘ

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল ২০২০, ১৪:১৫
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়া নিয়ে প্রথমবারের মতো বৃহস্পতিবার আলোচনায় বসতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা। ফ্রান্সের একটি অনলাইন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীনসহ আরো ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা নিয়ে বৈঠকের দিন ঠিক করা হয়েছে বৃহস্পতিবার।

তবে ওই বৈঠকে করোনা নিয়ে কী ধরনের আলোচনা হতে পারে, সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এটি ছড়িয়ে গেছে ২০৯টি দেশে। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ১৩ লাখ ৪৬ হাজার চারশ ২৮ জন।

আরও পড়ুন : ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

এরই মধ্যে আক্রান্তদের মধ্যে ৭৪ হাজার ছয়শ ৯২ জনের প্রাণহানি ঘটেছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৯ লাখ ৯৩ হাজার একশ ছয়জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ৪৭ হাজার দু'শ ৫৫ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড