• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে কমেছে আক্রান্তের সংখ্যা

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ২৩:১৪
করোনা
ছবি : সংগৃহীত

ইতালিতে গতকালের চেয়ে আজকে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়শ ৩৬ জন মারা গেছেন। গতকাল পাঁচশ ২৫ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই সংখ্যাটি বেড়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার পাঁচশ ২৩ জনে।

চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ। তবে আশার কথা হচ্ছে, লকডাউনের ফলে কমে এসেছে নতুন করে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার পাঁচশ ৯৯ জন। গতকাল (৫ এপ্রিল) আক্রান্ত হন চার হাজার তিনশ ১৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ৩২ হাজার পাঁচশ ৪৭ জনে। আক্রান্তের সংখ্যাটি আজ কমেছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ২২ হাজার আটশ ৩৭ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার জানানো হয়, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার তিনশ ২৭ জন মানুষ। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্ক শহর। তবে নিউ অরলিন্স, শিকাগো ও ডেট্রয়েটে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সেসব অঞ্চলের মেয়ররা জানিয়েছেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড