• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউন অমান্য : স্কটিশ স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ১৪:৫৮
পদত্যাগ
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ক্যাথরিন ক্যাল্ডারউড (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। স্কটল্যান্ড সরকারও তেমনি লকডাউন ঘোষণা করেছে।

কিন্তু লকডাউন অমান্য করে নিজের দ্বিতীয় বাসায় যাওয়ায় ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ক্যাথরিন ক্যাল্ডারউড।

রবিবার (৫ এপ্রিল) পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, এ ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।

এক বিবৃতিতে ডা. ক্যাথরিন বলেন, ‘আমি যে কাজটি করেছি তার একটা কারণ আছে। তবে জনগণ এটা বিবেচনা করবে না। তাদের কাছে আমার বাড়ির বাইরে থাকার বৈধ কারণ ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবার সব সময় সামাজিক দূরত্ব মেনে চলছি। এটা আমি বুঝি। আমি জানি সামাজিক দূরত্ব মেনে চলাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু যে উপদেশ দিয়েছি সেটা আমি নিজেই মেনে চলিনি। এ কারণে দুঃখ প্রকাশ করছি।’

আরও পড়ুন : জার্মানিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৭৭ আক্রান্ত

দেশটিতে চলমান লকডাউনের ভেতর দ্বিতীয় বাড়িতে বেড়াতে যাওয়ায় ডা. ক্যাথরিনের ওপর ক্ষুব্ধ হয় জনগণ। এ সময় তারা ক্যাথরিনের পদত্যাগের দাবি তোলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড