• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভূমিকম্পে কাঁপল আসাম

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ১০:৫৭
ভূমিকম্প
ছবি : সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের পর এবার ভূমিকম্পে কাঁপল আসাম। রবিবার (৫ এপ্রিল) রাতে রাত সাড়ে ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।

সূত্রে জানা যায়, গুয়াহাটিসহ আসামের একাধিক অঞ্চলে এই ভূকম্প অনুভূত হয়েছে। যদিও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর আসেনি।

এর আগে গত সপ্তাহে ২৪ ঘণ্টায় পরপর দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চাম্বা। সেখানেই পরপর দুটি কম্পন অনুভূত হয়।

রবিবার গভীর রাতের পর সোমবার সকালেও ভূমিকম্প হয় ওই এলাকায়। রোববার রাতে রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৫। সোমবার কম্পনের মাত্রা একটু কম, ৩.৬।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বাঘও করোনায় আক্রান্ত!

এর আগে পরপর পাঁচবার কম্পন হয় এই চাম্বায়। যদিও কম্পনের মাত্রা খুব বেশি ছিল না। রিখটার স্কেলে সেদিন কম্পনের মাত্রা ছিল ৩ থেকে ৪.৩ এর মধ্যে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতংকে রয়েছে সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড