• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হজ প্রত্যাশীদের যে বার্তা দিল সৌদি আরব

  আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ১০:০৯
হজ পালন করছে মুসল্লিরা
হজ পালন করছে মুসল্লিরা (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে এ বছর যারা হজ পালনের পরিকল্পনা নিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য প্রচারিত হয়।

হজমন্ত্রী ড. মুহাম্মদ সালিহ বিন তাহের বানতেন বলেন, এই মহামারির পথ পরিষ্কার না হওয়ার আগ পর্যন্ত আমরা হজ গ্রুগগুলোকে তাড়াহুড়ো না করা আহ্বান জানাচ্ছি। কারণ হাজি ও জনস্বাস্থ্য আমাদের অগ্রাধিকার।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেসব হোটেল ইন্সপেকশনে যাচ্ছি যেগুলো আইসোলেশনের জন্য ব্যবহার করা হয়েছে। এসব হোটেল যাতে তাদের সার্ভিস ও হাজিদের সেবা নিশ্চিত করতে পারে সেটিও নিশ্চিত করছি আমরা।

প্রতিবছর বিশ্বের নানা দেশের ২৫ লাখের মতো মুসলমান সৌদি আরবে গিয়ে হজব্রত পালন করেন। ইসলামের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনায় হয় হজের আনুষ্ঠানিকতা।

তবে চলতি বছর করোনাভাইরাস মহামারিতে সৌদি আরবও আক্রান্ত। দেশটিতে এই পর্যন্ত দেড় হাজারের মতো রোগী ধরা পড়েছে, তার মধ্যে ১০ জনের মৃত্যু ঘটেছে। সংক্রমণ ঠেকাতে সৌদি আরব বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে; বাংলাদেশের সঙ্গেও বিমান চলাচল বন্ধ রয়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড