• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৫৯১

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২০, ২৩:২৯
ইতালি
ইতালিতে থামছে না মৃতের সংখ্যা (ছবি : সংগৃহীত)

ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৫৯১।

এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১৪ হাজার ৬২০ জন।

সোমবার (৩০ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাস সামলাতে বেশ বেকায়দায় পড়েছে ইউরোপের দেশটি। প্রথমদিকে রোগটি নিয়ে বেশ অবহেলা করেছিল ইতালি। যা কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য।

ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২২৬ জনের। মোট আক্রান্ত প্রায় ৭ লাখ ৫৩ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১ লাথ ৫৯ হাজার।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড