• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিনিদের প্রবেশ ঠেকাতে উঠেপড়ে লেগেছে মেক্সিকোবাসী

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২০, ২১:৩১
বিক্ষোভ
বিক্ষোভরত এক মেক্সিকান

মেক্সিকান অনুপ্রবেশকারীদের ঠেকাতে এতদিন বেশ তৎপর ছিল ট্রাম্প প্রশাসন। আমেরিকা- মেক্সিকো সীমানায় প্রাচীর তোলার জন্যও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার উল্টো পথে মেক্সিকান নাগরিক সমাজ। করোনাভাইরাস সংক্রমণের বিস্তার আটকাতে সীমান্ত পেরিয়ে মার্কিন নাগরিকদের ঢুকতে দিতে চাইছে না মেক্সিকোবাসী।

আমেরিকায় ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষের বেশি। মৃত ১,৭০৪। সেখানে মেক্সিকোয় আক্রান্ত ৭১৭। মারা গিয়েছেন ১২ জন। এই অবস্থায় আমেরিকার দক্ষিণ সীমান্ত পেরিয়ে মেক্সিকোর শহরগুলিতে মার্কিনিদের প্রবেশ বন্ধ করতে পথে নেমেছেন সেখানকার মানুষ। অ্যারিজোনার সোনোরায় মুখে মাস্ক পরে পথে নেমেছেন প্রতিবাদকারীরা। তাঁদের দাবি, করোনার মত মহামারির বিরুদ্ধে লড়তে সীমান্তে কোন স্ক্রিনিং হচ্ছে না। বুধবার থেকে দু’দেশের মধ্যে সীমান্ত সম্পূর্ণ বন্ধ থাকার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। শুধুমাত্র জরুরি ব্যবসা চালু থাকার কথা। যদিও সেই নির্দেশিকা সম্পূর্ণ মানা হচ্ছে না বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তাঁদের দাবি, সীমান্ত পার করে ঢুকছেন এমন প্রত্যেকের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড